দীর্ঘ ৩০ বছর পর পদত্যাগ করলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট

ই-বার্তা।।  দায়িত্ব গ্রহণের প্রায় দীর্ঘ ৩০ বছর পর পদত্যাগ করলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার পর প্রায় তিন দশক ধরে তিনি দেশ পরিচালনা করেছেন।

১৯৮৯ সালে তেল সমৃদ্ধ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন নুর সুলতান নাজারবায়েভ। তখন থেকেই অপ্রতিদ্বন্দ্বি ছিলেন ৭৮ বছর বয়সী এই নেতা।

কিন্তু মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে হঠাৎ করেই তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে বিবিসি জানিয়েছে।

এসময় তিনি বলেন: আমার এই সিদ্ধান্ত ‘খুব সহজ ছিল না’। আমি প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে পদত্যাগের কোন কারণ উল্লেখ করেননি তিনি।

তিনি বলেন: আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার কাসিম-জোমার্ত তোকায়েভ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে ২০২০ সালের মার্চ মাসে।

কয়েক সপ্তাহ আগেই অর্থনৈতিক অগ্রগতিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে দেশের সরকারকে বরখাস্ত করেন নাজারবায়েভ। এর পরই তিনি দিলেন পদত্যাগের এই ঘোষণা।

সদ্য স্বাধীন দেশে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই তিনি অর্থনৈতিক সংস্কারের দিকে মনযোগী হন। তবে কখনোই তিনি উত্তরসূরি তৈরির দিকে ইঙ্গিত দেননি।