দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষকসহ ৩ জন নিহত

ই-বার্তা ডেস্ক।।  হবিগঞ্জের চুনারুঘাট, ময়মনসিংহ শহরতলির শম্ভুগঞ্জ ও ফুলবাড়িয়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষকসহ তিন যুবক নিহত হয়েছেন। 

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরতলির শম্ভুগঞ্জের চরপুলিয়ামারী ও রাত আড়াইটায় ফুলবাড়িয়া উপজেলার পার্টিরা কালাহদহ ঈদগাহ মাঠ এলাকা এবং রাত ৩টার দিকে চুনারুঘাটে ডেওয়াতলী কালীনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জনি মিয়া (২৬) ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে, জহিরুল ইসলাম (২০) ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে ও সোলেমান মিয়া (৩০) মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা।

শহরতলির শম্ভুগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী জনি মিয়া (২৬) ও গণধর্ষণ মামলার আসামি ধর্ষক জহিরুল ইসলাম নামে দুই যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত জনি মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী ছিলেন। তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ প্রায় ১১টিরও অধিক মামলা রয়েছে।

অন্যদিকে ফুলবাড়িয়া উপজেলার গণধর্ষণ মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সোলেমান মিয়া। 

পুলিশের দাবি, নিহত সোলেমান ডাকাত দলের সদস্য। এ সময় ডাকাতদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী কালীনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু