দেশের কোনো প্রতিষ্ঠান বিএনপির কাছে নিরাপদ নয়: আইনমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন,  সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের মামলার শুনানির সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

বিএনপির এমন কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘তাদের (বিএনপি) আইনের শাসনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের কোনো আনুগত্য নেই এবং বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তাদের কাছে নিরাপদ নয়।’

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গুলশানে আবাসিক অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী।

এর আগে সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন শুনানিতে খালেদার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল না করা নিয়ে হইচই করেন দলটির আইনজীবীরা। একপর্যায়ে প্রধান বিচারপতিসহ ছয়জন বিচারক এজলাস ছেড়ে উঠে যান।

হট্টগোলের কারণে মামলার শুনানি করতে না পেরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘সব কিছুর সীমা থাকা উচিত। আপনারা এজলাস কক্ষে যে আচরণ করেছেন, তা নজিরবিহীন।’

এ ঘটনাকে ‘ফ্যাসিবাদী আচরণ’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আইনমন্ত্রী বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে অপমান বা অবমাননা করতে দেবে না সরকার। কারণ দেশের জনগণকে নিরাপদে থাকতে দেয়ার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা এবং বিশৃঙ্খলা বন্ধ করা আমাদের দায়িত্ব। যারাই এমন আচরণ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের মামলার শুনানির সময় বিএনপির আইনজীবীদের এবং বিএনপি সমর্থক কিছু বহিরাগতদের আদালত কক্ষে উচ্ছৃঙ্খল ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে আদালতের অবমাননাকর ব্যবহার এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।’

আনিসুল হক বলেন, ‘অতীতেও আমরা দেখেছি, আদালত তাদের বিরুদ্ধে কোনো আদেশ বা রায় দিলে বিএনপিপন্থী আইনজীবী এবং সমর্থক যারা বহিরাগত তারা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে।’