ধসের ঘটনায় ব্রাজিলে এখনো নিখোঁজ ২০০

ই-বার্তা ডেস্ক।।    ব্রাজিলের খনির বাঁধ ধসের ঘটনায় উদ্ধার অভিযানের সপ্তাহের বেশি সময় পেরুলেও এখনো নিখোঁজ রয়েছেন দুইশ মানুষ। আর নিখোঁজরা কেউই বেঁচে নেই বলে ধারণা করছে কর্তৃপক্ষ। যদিও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

২৫ জানুয়ারি (শুক্রবার) স্থানীয় সময় দুপুর ১টায় দেশটির মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে এই বাঁধ ধসের ওই ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে।

প্রাথমিক অল্প সংখ্যক মানুষের প্রাণহানির খবর এলেও ঘটনার সপ্তাহ ব্যবধানে তা তিনশ ছাড়ানোর খবর জানান তদন্তকারীরা। আর নিহতরা প্রায় সবাই ওই খনির শ্রমিক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

ই-বার্তা/ মাহারুশ হাসান