নয়াপল্টনে বিএনপি নেতা আমিনুল হকের জানাজা সম্পন্ন

ই- বার্তা ডেস্ক।।   বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তার জানাজা নামাজ পড়ান।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, উপদেষ্টা পরিষদের হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. আব্দুল আউয়াল খান, প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা আলহাজ মো. মনির হোসেন, শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জানাজায় ২০ দলীয় জোট নেতাদের মধ্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াত ইসলামের নায়েবে আমির মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মিস্টার আমিনুল হকের মৃত্যুতে বিএনপিতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম