নিউজিল্যান্ডের কন্ডিশনে রান করা সহজ নয়ঃ মিঠুন

ই-বার্তা ডেস্ক।।  হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।  তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বুধবার ৮ উইকেটের হেরেছে  টাইগাররা।  দলের পরাজয়ের দিনে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ মিঠুন।  সেই  ম্যাচে ফিফটি তুলে নেয়া মিঠুন বলেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে রান করা সহজ নয়।

বুধবার নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।  দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন মিঠুন।  দলের হয়ে ৯০ বলে সর্বোচ্চ ৬২ রান করেন তিনি।

শনিবার ক্রাইশ্চার্সে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বৃহস্পতিবার মিঠুন বলেন, প্রথম ম্যাচে যতক্ষণ ব্যাটিং করেছি কখনোই সহজ মনে হয়নি।  এখানে রান করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে।

বাংলাদেশ দল না পারলেও রান তোলার কাজটি ঠিকই করে দেখিয়েছে কিউই ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের পর পর ১০৩ এবং ৯৪ রানের দুটি বড় জুটি গড়ার পাশাপাশি ১১৭ রান করেন মার্টিন গাপটিল।

নিউজিল্যান্ডে রান করা প্রসঙ্গে মিঠুন বলেন, সবাই জানে নিউজিল্যান্ডের বোলাররা নতুন বলে সুইং করে।  সুইংয়ে আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলি।  দ্রুত কিছু উইকেট পড়ে যাওয়ায় আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারিনি।  ওখানেই আমরা পিছিয়ে পড়ি। 

প্রথম ওয়ানডে শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, দলের পরাজয়ে আমরা কোনো অজুহাত দ্বার করাতে চাই না।  আমার বিশ্বাস আগামী এক সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডের কন্ডিশন মানিয়ে নিতে পারব।  অধিনায়কের কথার সাথে সুর মিলিয়ে মিঠুন বলেন, যেখানেই খেলি, যে কন্ডিশনেই খেলে মানিয়ে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারলে ভালো ফল আসার সম্ভাবনা খুবই কম। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু