নিউজিল্যান্ড সার্বিক সহযোগিতা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।  নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুরসহ দুটি মসজিদে হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনার পর সেখানে অবস্থানরত জাতীয় ক্রিকেট দলের সদস্যসহ অন্য বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে নিউজিল্যান্ড সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের ডেপুটি হাইকমিশনার তারেক ক্রিকেট টিমের সঙ্গে রয়েছেন। সেখানকার পররাষ্ট্র সচিবের সঙ্গে হাইকমিশনার কথা বলেছেন। নিউজিল্যান্ড আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে এবং সবকিছু করবে।

তিনি আরও বলেন, বিসিবির অনুরোধে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ক্রাইস্টচার্চে আল নুর মসজিদে এক জঙ্গি নির্বিচারে গুলি চালায়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে ছিল ওই জঙ্গি সদস্য।

নিউজিল্যান্ডের গণমাধ্যমের সর্বশেষ খবর অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া