পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো আফ্রিকা

ই-বার্তা ডেস্ক।।  তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে পাকিস্তানকে সাত রানে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।  ১৮৯ রান তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল পাকিস্তান।  কিন্তু প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। 

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা।  শুরুটা দেখেশুনেই করেন দুই ওপেনার রেজা হেন্ডরিকস আর জানেমান মালান।  উদ্বোধনী জুটিতে ৫৮ যোগ করে সাজ ঘরে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ওপেনার জেনম্যান মালান।  ফিরিয়ে দিয়ে তাদের জুটি ভাঙেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। ৩১ বলে ৩৩ রানের ইনিংস খেলে স্টাম্পিং হন মালান।

এরপর র‍্যাসি ফন ডার ডুসেন এবং হেন্ডরিকস জুটি গড়ার চেষ্টা করলেও ২৮ রান করে আউট হন তিনি। শেষ দিকে ফন ডার ডুসেনর ৪৫ এবং ডেভিড মিলারের ২৯ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংসে ১৮৮ রানের পূজি পায় আফ্রিকা।  

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফখর জামান আউট হলেও বাবর আজম এবং তালাতের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে পাকিস্তান।  ।কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যার্থতায় শেষ পর্যন্ত জেতা হয়নি পাক বাহিনীদের।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা ১৮৮/৩, ২০ ওভার
মিলার ৬৫*, ফন ডার ডুসেন ৪৫, মালান ৩৩
ইমাদ ১/৯, শাহীন শাহ ১/২৭

পাকিস্তান ১৮১/৭, ২০ ওভার
বাববর ৯০, তালাত ৫৫, ফখর ১৪
ফেহলুকায়ো ৩/৩৬, বিউরান ২/৩০, মরিস ২/৩৬

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু