পাকিস্তানে ২২টি জঙ্গি ঘাটি রয়েছে দাবি ভারতের

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের মাটিতে কোনও জঙ্গি গোষ্ঠীকে সন্ত্রাস চালাতে দেওয়া হবে না।  কিন্তু নয়াদিল্লি দাবি করেছে এখনও পাকিস্তানে ২২টি জঙ্গি ঘাঁটি রয়েছে।  এর মধ্যে ন’টিই জইশ-ই-মহম্মদের। 

ইমরানের অসন্তুষ্টির কথা জানিয়ে মার্কিন বিদেশ দফতরের উপ-মুখপাত্র রবার্ট পালাডিনো বলেন, ‘‘নির্দিষ্ট করে জোরদার পদক্ষেপ করুক ওরা।  সন্ত্রাস রুখতে ইসলামাবাদের উপর চাপ দিয়ে যাওয়া হবে।’’ 

এক ভারতীয় আধিকারিক বলেন, ‘‘গোটা বিশ্বের সন্ত্রাসের উৎসস্থল পাকিস্তান।  জঙ্গি-সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ২২টি জঙ্গি শিবির এখনও রয়েছে।  পাকিস্তান কোনও ব্যবস্থা নিচ্ছে না।  সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যুদ্ধের আবহ তৈরি করছে পাকিস্তান।  করাচিতে জরুরি অবস্থা জারি করা হচ্ছে।  আকাশপথ বন্ধ করে দেওয়া হচ্ছে।  সেই সঙ্গে চেনা ছকে গুজব ছড়ানোর চেষ্টা।’’

তিনি আরো বলেন, ‘‘ভারত যা করেছে, সেটা স্বাভাবিক। ওরা সন্ত্রাস চালালে দিল্লি জবাব দেবেই।  পড়শি রাষ্ট্রকে তার দাম দিতেই হবে।’’

মুম্বই-হামলার অন্যতম জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের সঙ্গে কথা বলতে পাকিস্তানের কাছে ভিসা চেয়েছিল রাষ্ট্রপুঞ্জের একটি প্রতিনিধি দল।  কিন্তু তাদের আবেদন খারিজ করে দিয়েছে ইসলামাবাদ।  পাকিস্তান জানিয়েছে হাফিজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তারা।  গৃহবন্দি হাফিজকে শুক্রবারের নমাজ পড়তে মসজিদেও যেতে দেওয়া হয়নি। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু