পাকিস্তান গুলি ছুঁড়লে ভারত গোলা ছুঁড়বেঃ অমিত শাহ

ই-বার্তা ডেস্ক।।  পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে সোমবার এক নির্বাচনী জনসভায় বিজেপির সভাপতি অমিত শাহ পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি গুলি ছুঁড়ে তবে ভারত গোলা ছুঁড়বে।

অমিত শাহ বলেন, ‘নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের সুরক্ষা সুনিশ্চিত করার কাজ শুরু হয়েছে।  আগে ইউপিএ সরকার ছিল, মমতাও তাদের সমর্থন করেছিল।  সে সময় পাকিস্তান থেকে মানুষ এদেশে ঢুকে যেত।  আমাদের সেনাদের গলা কেটে নিয়ে যেত কিন্তু কেউ তার প্রতিবাদ করতো না।  আর নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দিচ্ছে।  পুলওয়ামার ভেতর জঙ্গি হামলা হয়েছে, তাতে আমাদের ৪০ আধা-সামরিক সেনা নিহত হয়েছেন।  ওই ঘটনার পরই পাকিস্তানে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে।’

এরপর মমতাকে ইঙ্গিত করে বিজেপি সভাপতি বলেন, ‘কিন্তু মমতা দিদির সেটা ভালো লাগেনি।  ওরা কি মমতা দিদির চাচাতো-মাসতুতো ভাই হয় নাকি? আপনার এত কষ্ট হচ্ছে কেন? কংগ্রেস, বামেরা, মমতা সকলেই বলতে শুরু করলো পাকিস্তানে বোমা ফেলবেন না, জঙ্গিদের মারবেন না।  ওদের সাথে আলোচনা করুন।’

অমিত শাহ আরো বলেন, ‘মমতা দিদি আপনি সন্ত্রাসবাদীদের সাথে ইলু ইলু (আই লাভ ইউ) করলে করতে পারেন কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদির সরকার-পাকিস্তান থেকে গুলি আসলে এখান থেকে গোলা যাবে।  ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে।  এটাই আমাদের সংকল্প। ভারতের সুরক্ষার জন্য ভোট ব্যাঙ্ক রাজনীতির সাথে কোনো আপোশ করা হবে না।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু