পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ; ভারতীয় সেনাসহ নিহত ৫

ই- বার্তা ডেস্ক।।   বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে এক সেনাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে এক বেসামরিক নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আরও দুই সেনা ও এক বেসামরিক লোক আহত হয়েছেন।-খবর রয়টার্সের

সাম্প্রতিক হতাহতের ঘটনায় দেশটির একমাত্র মুসলমান অধ্যুষিত রাজ্যটিতে গত তিন দশকের বিদ্রোহ নতুন রূপ পেয়েছে। ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর থেকে কাশ্মীরে উত্তেজনা দিনে দিনে বাড়ছে।

ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।দালিপোড়া এলাকায় এই বন্দুকযুদ্ধে এক পাকিস্তানি কমান্ডারসহ জইশ-ই-মোহাম্মদের তিন বিদ্রোহী ও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

এই বিষয়ে গ্রামবাসীরা বলেন, একটি বাড়িতে বিদ্রোহীরা লুকিয়ে আছে সন্দেহে ৩২ বছর বয়সী রঈস আহমেদ ধর নামের এক বেসামরিক লোককে খোঁজ নিতে পাঠানো হলে তিনি নিহত হন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম