পুলওয়ামা হামলাকে ভয়ংকর বললেন ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।    বুধবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় বিশেষায়িত বাহিনী সিআরপিএফ-এর গাড়িবহরে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর হামলার ঘটনাকে ‘ভয়ঙ্কর’ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে বিষয়টির ওপর তিনি নজর রেখেছিলেন বলেও জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি বিষয়টির খেয়াল রাখছি, প্রতিনিয়ত এই ঘটনার খবর পাচ্ছি আমি। এ হামলা নিয়ে উপযুক্ত সময়েই বিবৃতি দেয়া হবে।

‘‘এই হামলার ঘটনায় এশিয়ার দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। তবে ‘চমৎকার’ হবে যদি প্রতিবেশী দুই এক হয়ে সস্ত্রাসের বিরুদ্ধে কাজ করে।’’

ট্রাম্প বলেন, ‘এটা (পুলওমা হামলা) ছিলো একটি ভয়ঙ্কর ঘটনা। আমরা নিয়মিতই খবরাখবর রাখছি। এ নিয়ে আমরা বিবৃতি দেবো।’

ই-বার্তা/ মাহারুশ হাসান