পূর্ব সাইবেরিয়ায় ১৮ হাজার বছর আগের প্রাণী উদ্ধার

ই-বার্তা ডেস্ক।।  সারা বছরই বরফ ঢাকা পূর্ব সাইবেরিয়ায় সম্প্রতি দেখা মিলেছে একটি প্রাণীর প্রায় অক্ষত দেহ।  দেখতে কুকুর ছানার মতো এই প্রাণীটি টনক নড়িয়ে দিয়েছে বিজ্ঞানীদের।   

কারণ পরীক্ষার পর বিজ্ঞানীরা জানতে পেরেছেন এই প্রাণীর বয়স আঠেরো হাজার বছর! আশ্চর্যের ব্যাপার হলো এত বছর পরেও এর নাক, দাঁত এবং লোমশ চামড়া অক্ষত রয়েছে।

জেনোম পরীক্ষায় জানা গেছে, আশ্চর্যজনক এই প্রাণীটি পুরুষ। তবে এটি কুকুর না শিয়াল, তা নিয়ে এখনও দ্বিধার মধ্যে বিজ্ঞানীরা। এর আগে এতটা অক্ষত অবস্থায় কোনও প্রাচীন প্রাণীর খোঁজ পাওয়া যায়নি। 

সেন্টার ফর প্যালিওজেনেটিকসের পক্ষ থেকে টুইট করে এই তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের একাংশের মতে, সেসময় কুকুরদের পোষ মানানোর চল শুরু হয়েছে কি না, তা খুব একটা স্পষ্ট নয়।

বিজ্ঞানীরা প্রাণীটির নাম দিয়েছেন ডোগার। স্থানীয় ভাষায় যার অর্থ- বন্ধু। বিজ্ঞানীদের মতে, এই বন্ধুর কাছ থেকেই পাওয়া যেতে পারে প্রাচীন প্রাণী সম্পর্কে বেশ কিছু তথ্য।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু