প্রতিবাদে সরিয়ে ফেলা হলো ইমরান খানদের ছবি

ই-বার্তা ডেস্ক।।   কাশ্মীরের পুলওয়ামা অঞ্চলে সৈন্যদের ওপর পাকিস্তানি জঙ্গিদের হামলার প্রতিবাদে ভারতের মোহালির আইএস বিদ্রা স্টেডিয়ামে সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি।

রোববার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) স্টেডিয়ামের কোরিডোর, লং রুম ও গ্যালারি থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে দেয়।

পরে এক বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী হামলায় হতাহত জওয়ানদের প্রতি সম্মান ও একই সঙ্গে পাকিস্তানের প্রতি ক্ষোভের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

পিসিএ’র অফিসিয়াল থেকে জানানো হয়, অন্তত ১৫জন পাকিস্তানি ক্রিকেটারের ছবি সরিয়ে ফেলা হয়েছে। এই তালিকায় আছে দেশটির সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান, জাভেদ মিঁয়াদাদ ও শহীদ আফ্রিদিসহ অন্যদের ছবি।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে বড় ধরনের একটি বিস্ফোরণে দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৪ সদস্য নিহত হন। পরে হামলা দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ।

ই-বার্তা/ মাহারুশ হাসান