প্রধানমন্ত্রীর আনুকূল্য পেতে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন ফারুক

ই-বার্তা ডেস্ক।।  যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে যুক্ত থাকার সুযোগ চাইছেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এ ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্য পেতে বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর এক সদস্য।  

নাম প্রাকাশে অনিচ্ছুক সেই নেতা বলেন, ওমর ফারুকের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তার ব্যাপারে অনমনীয় অবস্থান স্পষ্ট করেছেন শেখ হাসিনা। তাকে ছাড়াই যুবলীগের জাতীয় কংগ্রেস সম্পন্ন করার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রেখেছেন আওয়ামী লীগ সভাপতি।

সভাপতিমণ্ডলীর ওই সদস্য আরও বলেন, যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা রবিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন। যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে সংগঠনটির প্রেসিডিয়ামের সদস্যরা থাকবেন ওই বৈঠকে।

তিনি আরও বলেন, চলমান দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযানে বিতর্কের মুখে পড়া যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। চেয়ারম্যানকে বাইরে রেখে প্রস্তুতি কমিটি গঠন করা হবে রবিবার। তিনি সম্মেলন সম্পন্ন করে বিদায় নেওয়ার সুযোগ চাইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনড় অবস্থানের কারণে জাতীয় কংগ্রেসের কোনো প্রক্রিয়ায় ওমর ফারুকের থাকার সুযোগ দেওয়া হচ্ছে না। 

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর আরেক সদস্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজনদের ভেতরে অনেকেই যুবলীগের নেতা হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু স্বজনদের ভেতর থেকে এবার এ সংগঠনে নেতা হওয়ার সুযোগ একেবারেই কম। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু