প্রধানমন্ত্রীর চা-চক্রে ঐক্যফ্রন্টের না যাওয়ার সিদ্ধান্ত নেতিবাচক রাজনীতির বহির্প্রকাশ

ই-বার্তা ডেস্ক।।   আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রীর চা-চক্রে ঐক্যফ্রন্টের না যাওয়ার সিদ্ধান্ত তাদের নেতিবাচক রাজনীতির বহির্প্রকাশ ।

আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, আন্তরিকতা নিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে না যাওয়া নেতিবাচক রাজনীতির বহির্প্রকাশ।

শপথ না নিলে ঐক্যফ্রন্ট ভুল করবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি যদি সংসদ বর্জন করে, তা হলে তারা আরও বড় ভুল করবে। দেশের মতো বিদেশের বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে দলটি।

 আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংসদে আসার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, বিএনপি যদি অগণতান্ত্রিক মানসিকতা দেখায়, তা হলে তা গণতন্ত্র ও তাদের জন্য অস্তিত্ব সংকটের কারণ হবে। তাদের ৮ সংসদ সদস্য যদি সংসদে জোরালো ভাষায় যুক্তিতর্ক দিয়ে কথা বলেন, তা হলে সংসদের ভেতরেও তারা আন্দোলন গড়ে তুলতে পারেন।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম