ফেরাউন আমলের অর্ধশত মমি উদ্ধার

ই-বার্তা ডেস্ক।।  মিসরীয় প্রত্নতাত্ত্বিকরা দক্ষিণ কায়রোর মিনইয়া অঞ্চল থেকে ফেরাউনের আমলের প্রায় অর্ধশত মমি আবিষ্কার করেছেন।

খ্রিস্টপূর্ব ৩০ থেকে ৩২৩ সালের টেলিমেইক আমলের এসব মমির মধ্যে ১২টিই শিশুর।  প্রত্নতাত্ত্বিক এলাকা টুনা এল-গেবেলে ৯ মিটার গভীর চারটি সমাধিতে এসব শিশুর মমি ছিল।  মিসরের পুরাতত্ত্ব বিভাগের সেক্রেটারি জেনারেল মুস্তফা ওয়াজিরি বলেন, এসব মমির পরিচয় এখনও জানা যায়নি। হায়ারোগ্লিফিকসে লেখা নামগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।  মমি করার পদ্ধতি দেখে এটি পরিষ্কার যে সমাধিতে পাওয়া এসব মমিতে আভিজাত্য রয়েছে। 

মমি আবিষ্কারের ঘোষণা দেয়ার অনুষ্ঠানে অন্তত ৪০টি প্রদর্শন করা হয়েছে।  সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ পর্যটকরা উদ্ধার হওয়া মমি দেখতে ভীড় জমিয়েছেন। 

মিনইয়া বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষণা কেন্দ্রের যৌথ মিশনে এসব মমি উদ্ধার করা হয়। এবছরে এটিই প্রথম কোনো মমি আবিষ্কারের ঘটনা।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু