বগুড়া উপনির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী

ই-বার্তা ডেস্ক।।  বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এসএমটি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। 

সোমবার ইভিএমে ভোট শেষ হওয়ার সাড়ে ৩ ঘণ্টার মাথায় জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপর ৬ প্রতিদ্বন্দ্বীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি নুরুল ইসলাম ওমর (লাঙ্গল) ৭ হাজার ২৭১, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ড. মনসুর রহমান (ডাব) ৪৫৬ ভোট পেয়েছেন।

৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৭০ ভোট। ভোট গ্রহণের হার ৩৪.৫৫ শতাংশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ জানান, মানুষের মনে ইভিএম ভীতি কাটেনি। ব্যালটে ভোট হলে দ্বিগুণ ভোট পেতাম। ১০ বছরে দেশে ভোটের সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। তারপরও সরকারের ইচ্ছার উন্নতি হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।  

উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার এএসএম জাকির হোসেন জানান, উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। বগুড়ার পুলিশ সুপার (ডিএসবি) আবদুল জলিল জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় কোনো কেন্দ্রেই বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকাল ৯টায় ১৪১ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমে ভোট শুরু হয়। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। পরিবারের সদস্যরা দল বেঁধে কেন্দ্রে আসেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু