বছরের প্রথম টুর্নামেন্ট খেলতে মাঠে নামছে বাইশ গজ-বিক্রমপুর

ই-বার্তা ডেস্ক।।    ঢাকা বাইশ গজের পথচলা দীর্ঘ তিন বছরের হলেও বিক্রমপুর বাইশ গজের পথচলা শুরু হয় গতবছর থেকে। ২০১৮ সাল দূর্দান্তভাবে শেষ করার পর এবার নতুন বছরের প্রথম টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাইশ গজ-বিক্রমপুর জোন।

শ্রীনগর কলেজ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ভাষা শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে বাইশ গজ বিক্রমপুর এবং বাইশ গজ-এ নামে বাইশ গজ বিক্রমপুর জোনের দুটি দল। ইতিমধ্যেই ঘোষনা হয়েছে দুই দলের স্কোয়াড। বাইশ গজের প্রথম দলের নের্তৃত্ব দেবেন অনিক দাস এবং এ দলের নের্তৃত্ব দেবেন আরাফাত ইসলাম।

টুর্নামেন্টের প্রথম দিন অর্থাৎ ২৫ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় শ্রীনগর স্টেডিয়ামে মাঠে নামবে বাইশ গজ।

উল্লেখ্য, একটি ফেসবুক গ্রুপকে কেন্দ্র করে ২০১৬ সালে শুরু হয় বাইশ গজের পথচলা। শুরুতে দল শুধু ঢাকা ভিত্তিক হলেও এরপর বাইশ গজের দল ছড়িয়ে পরে চট্টগ্রাম, মানিকগঞ্জ, সাভার এবং বিক্রমপুরে।

ই-বার্তা/ মাহারুশ হাসান