হাইটেক সিটিতে কর্মসংস্থান হবে এক লাখ তরুণ-তরুণীর

ই-বার্তা ডেস্ক।।  বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।  আগামী ২০৩০ সালের মধ্যে পুরো পার্কটির  কাজ পুরোপুরি ভাবে সম্পন্ন হবে।

এসময় তিনি আরও বলেন, ২০৩০ সাল নাগাদ এই পার্কে ১ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।  বর্তমানে ৩৫৫ একর পার্কটির ৭ একর জায়গায় টি-আরফোর মানের একটি ডেটা সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে।  এছাড়া ৯৭ একর জায়গায় ১৮ জন বিনিয়োগকারী তাদের কারখানা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

’বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-১’ এবং ’বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-২’ নামে দুটি ট্রেন প্রতিদিন ঢাকা থেকে কালিয়াকৈর যাতায়াত করছে।  এর মাধ্যমে হাইটেক সিটিতে বিনিয়োগকারী এবং সেখানে কর্মরতরা খুব সহজে যাতায়াত করতে পারবেন।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু