বলিউড কাজ করে নিজের অবস্থান নড়বড় করতে চান না মহেশ বাবু

ই-বার্তা ডেস্ক ।। ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এ অভিনেতার ভারত আনে নেনু সিনেমাটি। মুক্তির পর দর্শক সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে এটি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মহেশ। সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় সাফল্যের পর এবার বলিউড সিনেমায় তাকে দেখা যাবে কিনা? এমন প্রশ্নের উত্তরে মহেশ বাবু বলেন, ‘আমি বলিউড সিনেমায় কেন অভিনয় করব? আমি তেলেগু সিনেমাতেই খ্যাতি অর্জন করেছি। ভক্তরা আমাকে পছন্দ করেন। অনেক চড়াই-উৎরাই পার করে আমি এখন ক্যারিয়ারের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি। হিন্দি সিনেমাতে অভিনয় করে আমি কেন আবার নিজেকে নড়বড়ে অবস্থানে নিয়ে যাব?’

তিনি আরো বলেন, ‘আমি তেলেগু ইন্ডাস্ট্রিতেই অনেক খুশি আছি। অবশ্য বলিউডে অভিনয়ের প্রস্তাব সবসময়ই পেয়ে থাকি। কিন্তু আমি এখানেই সাফল্য পেয়ে খুশি। আর বাহুবলি’র মতো সিনেমা নির্মাণের পর সবাই বুঝতে পেরেছেন দক্ষিণী সিনেমারও ভালো সম্ভাবনা রয়েছে। বলিউড, টলিউড সীমানা এখন ভেঙে গেছে। আমরা ভারত আনে নেনু সিনেমার হিন্দি ডাবিং করতে যাচ্ছি। আশা করছি হিন্দি সিনেমার দর্শকও এটি পছন্দ করবেন।’

ভারত আনে নেনু সিনেমাতে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মহেশ। এখন পর্যন্ত ভারত ও ভারতের বাইরে প্রায় ১৩৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। মহেশ ছাড়াও এতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। সিনেমাটি পরিচালনা করেছেন কোরাতলা শিবা।