বলিভিয়ার মেয়রের চুল কেটে রঙ মাখিয়ে দিলেন বিক্ষোভকারীরা

ই-বার্তা ডেস্ক।। বলিভিয়ার ক্ষমতাসীন মাস পার্টির একজন মেয়রের চুল কেটে শরীরে লাল রঙ মাখিয়ে দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

গতকাল বৃহস্পতিবার বলিভিয়ার কোচাম্বাবা রাজ্যের ভিন্টো শহরে এই ঘটনা ঘটে। এসময় তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। অফিস থেকে জোর করে বের করায় নিজের জুতাও পরতে পারেননি তিনি। কয়েক ঘণ্টা তিনি বিক্ষোভকারীদের হাতে আটকে ছিলেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

বিক্ষোভকারীরা তাকে রাস্তায় খালি পায়ে টানা-হেঁচড়া করেছে। গত ২০ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে বলিভিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে তিনজন নিহত হয়েছে। অভিযোগ উঠেছে বিক্ষোভকারীরা ভিন্টো শহরের একটি ব্রিজ অবরোধ করেছিলেন। অবরোধকারীদের হটিয়ে দেওয়ার জন্য সরকার সমর্থকদের উসকে দেন মেয়র প্যাট্রিসিয়া আর্স। বিক্ষোভে প্রাণহানির জন্যও মেয়রকে দোষারোপ করেছে বিক্ষোভকারীরা।