বাংলাদেশের বিপক্ষে তারুণ্য নির্ভর শ্রীলঙ্কা

অক্টোবরে বাংলাদেশকে আতিথ্য দেবে শ্রীলঙ্কা। খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। মুমিনুল হকদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়ছে স্বাগতিকেরা।

এরই মধ্যে শ্রীলঙ্কার ২৩ সদস্যের স্কোয়াড চূড়ান্ত বলে দেশটির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে। ‍যদিও ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি) এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

বেশ কিছু নতুন মুখ বাংলাদেশের বিপক্ষে সুযোগ পাচ্ছেন। দুবিন্দু তিলকরত্নে, লাহিরু উদারা, সন্তুষ গুনাতিলকা, মিনোদ ভানুকা, ওয়ানিন্ডু হাসারাঙ্গা ও কামিন্ডু মেন্ডিস প্রথমবার ডাক পাচ্ছেন শ্রীলঙ্কা দলে। যারা সম্প্রতি সময়ে ঘরোয়া ক্রিকেটে আলো কেড়েছেন।

এদের মধ্যে দুবিন্দু তিলকরত্নে হলেন দেশটির সাবেক টেস্ট অধিনায়ক হাসান তিলকরত্নের ছেলে।

সিরিজটি সামনে রেখে সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কার বিমান ধরবে টাইগাররা। দ্বীপ দেশটিতে এক মাসের প্রস্তুতি পর্ব শেষে মূল সিরিজ শুরু করবে। জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা যাবে বিসিবি এইচপি দলও।

তিনি টেস্টের সিরিজ চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষিত হয়নি। তবে ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে বলে খবর।

২৩ সদস্যের শ্রীলঙ্কা দল:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকভেলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সান্তুষ গুনাতিলকা, কামিন্ডু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, লাসিথ এমবুলদেনিয়া, দুবিন্দু তিলকরত্নে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা, আসিতা ফার্নান্দো।