বাংলাদেশের সামনে আজ ফাইনালে ওঠার চ্যালেঞ্জ

ই-বার্তা ডেস্ক।।  আফগানদের কাছে হারের পরই ত্রিদেশীয় সিরিজে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। ঘরের মাঠে ফাইনাল খেলতে হলে চট্টগ্রামে আজ জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে টাইগারদের।  

টি-২০ ফরম্যাটে আফগানদের সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তার ব্যবধানটা এখন স্পষ্ট। রশিদ খান-নবীদের স্পিনই বড়ো বাধা বাংলাদেশের জন্য। আজ জিম্বাবুয়েকে হারাতে না পারলে ফাইনালে খেলতে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে হারানোর বড়োসড়ো চ্যালেঞ্জে পড়তে হবে বাংলাদেশকে। তাই এখন ফাইনাল নিশ্চিত করতে সাকিবদের জন্য নিরাপদ গন্তব্য জিম্বাবুয়েকে আজ টানা দ্বিতীয়বার হারানো। দুই ম্যাচে বাংলাদেশের জয় একটি, জিম্বাবুয়ে এখনো জয়শূন্য, আফগানরা জিতেছে দুটি ম্যাচ।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আজ জিম্বাবুয়েকে হারাতে মুখিয়ে টাইগাররা। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, ‘আমাদের একটা মোমেন্টাম জরুরি, একটা ম্যাচ জেতা আসলে দরকার। আমরা প্রথম ম্যাচ জিতেছি এবং একটা ম্যাচ হেরে গেছি। পরবর্তী ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই খেলব। শতভাগ আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলব।’

আজ বাংলাদেশের হয়ে টি-২০ অভিষেক হতে পারে নাঈম শেখের। সৌম্য সরকার বাদ পড়ায় ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি তরুণ ব্যাটসম্যান।

ফাইনালে খেলার আশায় আছে জিম্বাবুয়েও। তবে আজ হারলেই ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়বে দলটি। গতকাল শন উইলিয়ামস বলেছেন, জয়ের জন্য আজ নিজেদের সেরাটা দিবে জিম্বাবুয়ে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু