বাংলাদেশ এখন সাহায্য নেয় না, সাহায্য দেয়ঃ তথ্যমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন যে, দেশে বর্তমানে মাথাপিছু আয় প্রায় ২ হাজার মার্কিন ডলার। মাথাপিছু আয়ের পাশাপাশি উৎপাদনও বাড়ছে। প্রায় ৩ লাখ মেট্রিক টন উদ্বৃত্ত আলুর উৎপাদন হচ্ছে। আমরা চাল রফতানি করছি। বাংলাদেশ এখন সাহায্য নেয় না, বরং সাহায্য দেয়।

গত শুক্রবার চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ সব কথা বলেছেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার সময় ঢাকা-চট্টগ্রামের গুরুত্ব একই থাকলেও ক্রমান্বয়ে কেন্দ্রীকরণের জন্য চট্টগ্রাম পিছিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এই সত্য উপলব্ধি করে কর্ণফুলী টানেলের মতো একটি প্রকল্প বাস্তবায়ন করছেন, যেটি উপমহাদেশে প্রথম টানেল। চট্টগ্রামের মূল শহরের সমান জায়গা নিয়ে মিরসরাই ইকোনোমিক জোন করা হচ্ছে। তবে প্রশাসনিক সুবিধার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন ও সিটি করপোরেশনের আওতা বাড়ানোর প্রয়োজন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে না পারলে উন্নত দেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম