বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ ম্যাচে জঙ্গি হামলার হুমকি

ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ ম্যাচে জঙ্গি হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে ভারতের সন্ত্রাস-তদন্ত সংস্থা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে (এনআইএ)। এরপরই দিল্লি পুলিশকে বাংলাদেশ-ভারত সিরিজে বাড়তি নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।

সন্ত্রাসীগোষ্ঠী অল ইন্ডিয়া লস্কর-ই-তৈয়বার পাঠানো একটি চিঠিতে এমন হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের পুলিশ। দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত সিরিজের আগেও এই হামলার শিকার হতে পারে ভারতীয় ক্রিকেট দল।

হুমকির বিষয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে এনআইএ। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আগামী ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (সাবেক ফিরোজ শাহ কোটলা) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

দিল্লি পুলিশের সূত্র আরও জানায়, চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। কেরালাভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ কোহলি এবং যেসব রাজনীতিবিদ ম্যাচ দেখতে যাবেন, তাদের ওপর হামলার টার্গেট করা হয়েছে বলে জানানো হয়।

দিল্লি পুলিশ জানায়, ওই চিঠি ভুয়াও হতে পারে। কিন্তু তারা কোনো ঝুঁকি নেবেন না। ম্যাচের ভেন্যু এবং খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করবে তারা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি। বিশ্রাম নিয়েছেন তিনি। ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে জঙ্গি সংগঠনের এই হুমকির তালিকায় শুধু ভারতীয় ক্রিকেটাররা নন, তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী প্রমুখ।