বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

ই-বার্তা ডেস্ক  ।।  বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পাকিস্তান শিবিরে।  দলটির তারকা ক্রিকেটার শোয়েব মাকসুদ ইনজুরির কারছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিঠের চোটের কারণে শোয়েব মাকসুদ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেলেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

বিশ্বকাপে অংশ নিতে আগামী শুক্রবার আরব আমিরাতে যাবে পাকিস্তান ক্রিকেট দল। ২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে অংশ নেবে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

ট্রাভেস রিজার্ভে আছেন- খুশদিল শাহ, শাহনেওয়াজ ধানি ও উসমান কাদির।