বিশ্বসুন্দরী ডায়না হেডেনের কাছে ক্ষমা চাইলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

ই-বার্তা ডেস্ক ।। ১৯৯৭ সালে বিশ্বসুন্দরীর খেতাব জয়ী ডায়না হেডেনের সৌন্দর্য নিয়ে কটাক্ষ করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।এ ঘটনায় ডায়নার কাছে ক্ষমাও চেয়েছেন মুখ্যমন্ত্রী।

 

সমালোচনার মুখে পড়ে বিপ্লব দেব বলেন, আমার কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকে, তা হলে আমি ক্ষমা চাইছি।এর আগে সৌন্দর্য নিয়ে কথা বলায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দেন ডায়না হেডেন।তিনি বলেন, আমার বাদামি গায়ের রঙে আমি গর্বিত।

 

সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাগুলোকে ‘প্রহসন’ উল্লেখ করে বলেন, ভারতীয় সুন্দরী হবে লক্ষ্মী, সরস্বতীর মতো। ডায়না কি বিশ্বসুন্দরী হওয়ার উপযুক্ত? এ ছাড়া তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও ডায়না হেডেনের তুলনা করেন।

 

বিপ্লব দেবের এমন মন্তব্যের জেরে ডায়না হেডেন বলেন, এটি খুবই লজ্জাজনক যে, আমার এই আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন খেতাবের সমালোচনা করা হচ্ছে। আমার মতো বাদামি চামড়ার এক নারী বিশ্বসুন্দরী খেতাব জয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটি খুবই লজ্জার। আমি ভীষণ মর্মাহত যে আমার গায়ের রং নিয়ে আমায় লড়াই করতে হচ্ছে।

 

 

 

ই-বার্তা/ডেস্ক