বীফ স্যুপ খাওয়ায় মুসলিম যুবককে গণপিটুনি

ই-বার্তা ডেস্ক।।  ভারতের তামিলনাড়ুতে বিফ স্যুপ খেয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করায় এক মুসলিম যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।  

জানা যায়, সম্প্রতি রেস্তরাঁয় খেতে যান তামিলনাড়ুর নাগাপত্তিনমের বাসিন্দা মোহাম্মদ ফৈজান (২৪)। রেস্তরাঁয় বসে বিফ স্যুপ খেয়েছিলেন তিনি। ওই মুহূর্ত ফ্রেমবন্দি করে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। তার এই পোস্টটি নজরে আসে হিন্দু মাক্কাল কাটচি দলের এক সদস্যের। 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আচমকাই ফৈজানের বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগেই ফৈজানকে ঘিরে বেধড়ক মারধর করে তারা। ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে তার উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ৷ এতে সে গুরুতর আহত হন। 

বর্তমানে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফৈজান। 

ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ুর পুলিশ। এছাড়া এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু