‘বোরকাকে’ অপমান করতে গিয়ে নারীর মৃত্যু! (ভিডিও)

ই-বার্তা ।।  নারীর অবয়ব সুরক্ষায় ‘বোরকা’ মুসলিম প্রধান দেশগুলোতে বেশ সমাদৃত। তবে ধর্মীয় অনুশাসনের বাইরেও ধুলোবালি ও রোদের প্রখরতা থেকে নিজেকে বাঁচাতেও তরুণীদের মাঝে ‘বোরকা’ ব্যবহারে রয়েছে আগ্রহ। ইদানিং ফ্যাশনেবল তরুনীদের মাঝে ‘বোরকা’ নিয়ে রয়েছে কৌতুহলী মনোভাব।

বাংলাদেশে ধর্মীয় দৃষ্টিকোনের পাশাপাশি নিজেদের ত্বক বাঁচিয়ে সৌন্দর্য অটুট রাখার ব্যাপারে তাই বোরকা ফ্যাশন অনুসঙ্গ হিসাবে প্রাধান্য পাচ্ছে। দেশীয় বোরকার স্টাইলে পাশ্চাত্য ঢং ফিউশনের স্টাইলে তুলে ধরার চেষ্ঠা করা হয়েছে।

তবে সেই বোরকাকে অপমান করতে গিয়ে নিজেই পুড়ে ছাই হয়ে গেল ভারতীয় এক উগ্র হিন্দু মহিলা। পানির ট্যাংকের কাছে গিয়ে চারজন মহিলা একত্রে দাঁড়িয়ে থেকে এক বোরকাতে আগুন দেয়। সঙ্গে সঙ্গেই তাদের মাঝে থাকা একজনের শরীরে আগুন লেগে যায়। সে সিঁড়ি দিয়ে দৌড়িয়ে নামার চেষ্টা করলেও শেষ অবধি বাঁচতে পারেনি। ঘটনাটি ভারতের এক রাজ্যে ঘটলেও নির্দিষ্ট কোনো স্থানের নাম জানা যায়নি।