‘ব্যাংক ঋণের সুদ হার এক অঙ্কে নামাতে শিগগিরই প্রজ্ঞাপন জারি’

ই- বার্তা ডেস্ক।।   অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মন্তব্য করেছেন যে, ব্যাংক ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনতে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

আজ রোববার বিকালে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় ব্যাংকগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ১৪,১৫ ও ১৬ শতাংশ সুদের হার হিসাব করে কি লাভ? দিতে পারবে না। এতে খেলাপি ঋণই বাড়বে। সেই সঙ্গে ব্যাংকগুলোকে সরল সুদে ঋণ দেয়ার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৪০টি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো.আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।