কাশ্মীরে বাস খাদে পড়ে ৩৩ জন নিহত

ই-বার্তা ডেস্ক।।  ভারতের কাশ্মীরে পাহাড়ি সড়ক থেকে ছিটকে বাস খাদে পড়ে গেছে। এতে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।   

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে জম্মুর কিশতওয়ার জেলার সিরগরিতে এ দুর্ঘটনা ঘটে। 

সংবাদ সংস্থা পিটিআই’র বরাত দিয়ে জি নিউজ জানায়, কেশওয়ান থেকে কিশতওয়ারে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। সিরগরিতে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

জম্মুর পুলিশ পরিদর্শক এম কে সিনহা জানান, এখন পর্যন৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ডোডা পার্বত্য এলাকায়। সেখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ। সেই সঙ্গে বাসটি দ্রুত গতিতে চলছিল। এতে যাত্রীর সংখ্যাও ছিল বেশি।

এদিকে এ দুর্ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, “আকস্মিক এমন একটা দুর্ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারের কথা ভেবে খুবই খারাপ লাগছে।”

উল্লেখ্য, এর আগে গত ২৭ জুন একই ধরনের এক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় ১১ জন শিক্ষার্থী।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু