ভোলায় ভুয়া চক্ষু চিকিৎসকের কারাদণ্ড

ই- বার্তা ডেস্ক।   ভোলার লালমোহন উপজেলায় মো. মারুফ হাসান (২৮) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লালমোহন পৌর এলাকার উত্তর বাজারের সিকদার অপটিক্স সেবা কেন্দ্র থেকে তাকে আটকের পর এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।

 তিনি বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমে জানান, লালমোহন পৌর এলাকার উত্তর বাজারের সিকদার অপটিক্স সেবা কেন্দ্র নামে ব্যবসা প্রতিষ্ঠানে সেবা নিতে আসা রোগীদের দীর্ঘদিন ধরে চোখের ভুয়া চিকিৎসা করে আসছিলেন মো. মারুফ হাসান। তার অপচিকিৎসায় চোখ হারানো এক রোগী আমাদের কাছে অভিযোগ করলে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, মারুফ ভুয়া সার্টিফিকেট নিয়ে দীর্ঘদিন যাবৎ রোগীদের চিকিৎসা প্রদান করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। এ সময় লালমোহন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজান, আবাসিক কর্মকর্তা ডা. মো. মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম