মহাভারতে দেখা যাবে না আমির খানকে

হিন্দু মহাকাব্য অবলম্বনে নির্মিতব্য ছবি ‘মহাভারত’-এ নাও দেখা যেতে পারে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টকে।  

ছবিতে আমির খানকে কৃষ্ণরূপে দেখতে পাওয়ার কথা। সম্প্রতি সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মবত’ নিয়ে অপ্রীতিকর অবস্থা এখনও এ তারকার মনে দাগ কেটে আছে।
তাই ‘পিরিয়ড পিস’, ‘পুরাণ’, ‘মিথ’, ‘ইতিহাস’ বা ‘মহাকাব্য’-এর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আদৌ আমির কাজ করবেন কিনা তা নিয়ে জোরদার জল্পনা তৈরি হয়েছে।

আমির এখন পুরো বিষয় নিয়ে বিশ্লেষণ করছেন। ছবি নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে- তার খুঁটিনাটি দেখছেন মিস্টার পারফেক্টশনিস্ট। প্রয়োজনে ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও আছে তার।

এদিকে, আমিরের চিন্তার অন্যতম কারণ হিসেবে  সংবাদমাধ্যম উল্লেখ করেছে, মুসলিম হয়ে হিন্দু দেবতা কৃষ্ণের ভূমিকায় অভিনয় করা। ইতোমধ্যেই একদল লোক এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন।

সমস্যার শুরুটা হয়েছিল এখন থেকেই। ফ্রাসোয়াঁ গতিয়ের নামে ভারতে বসবাসকারী এক ফরাসি সাংবাদিক টুইট করেন, ‘মুসলিম হয়ে কীভাবে মহাভারতের মতো হিন্দুদের পবিত্র মহাকাব্যে অভিনয় করতে পারেন আমির? ইসলামের কোনও ধর্মগুরুর ভূমিকায় যদি হিন্দু অভিনেতাকে দেখা যায়, তবে কি মুসলিমরা মেনে নেবেন?’
এরপর থেকে এটি নিয়ে চলেছে সমালোচনা।

উল্লেখ্য, দক্ষিণী নির্মাতা শ্রীকুমার মেনন তৈরি করছেন ‘মহাভারত’। এখানে ভিমের চরিত্রে থাকছে দক্ষিণী মহাতারকা মোহনলাল। ছবিটি ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা আছে।

সুত্রঃ এনডিটিভি