মাঠেই মায়ের মৃত্যুর সংবাদ পেলেন জোসেফ

ই-বার্তা ডেস্ক।।  এন্টিগায় চলছে উইন্ডিজ বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট।  টেস্টে স্বাগতিক উইন্ডিজ দল ভালো অবস্থানে থাকলেও একটি খারাপ সংবাদ পায় উইন্ডিজ দল।  শনিবার সকালে মারা যান দলের তরুন বোলার আলজারি জোসেফের মা শ্যারন জোসেফ ।

আলজারি জোসেফ উইন্ডিজ দলের তরুন ফাস্ট বোলার।  প্রথম টেস্টে ভালো বল করেন জোসেফ।  ২য় টেস্টে প্রথম ইনিংসেও দারুন বল করেন ইংল্যান্ডের বিপক্ষে।  ১০ ওভার বল করে ৩৮ রান দিয়ে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও জো ডেনলির উইকেট শিকার করেন আলজারি জোসেফ। 

তবে হঠাৎ খেলার মাঝে মায়ের মৃত্যুর সংবাদে ভেঙ্গে পড়েছেন আলজারি জোসেফ।  তবে মায়ের মৃত্যুর পরও আলজারি জোসেফ এই টেস্টে খেলছেন ও দলের প্রয়োজনে ব্যাট ও বল দুটোই করবেন।  তার মায়ের মৃত্যুতে দুই দলের খেলোয়াড়েরা কালো ব্যাজ ধারন করে খেলতে নামবে।  মায়ের মৃত্যুর পরও খেলা চালিয়ে যাওয়ায় তার মানসিক দৃঢ়তার প্রশংসা করেছে অনেকে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু