মিয়ানমারে গণহত্যা বন্ধের আহ্বান গাম্বিয়ার

ই-বার্তা ডেস্ক।।  মিয়ানমারকে রোহিঙ্গা জেনোসাইড বন্ধ করার নির্দেশনা দিতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের কাছে আবেদন জানিয়েছে গাম্বিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে নেদারল্যান্ডসের হেগে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় গাম্বিয়ার আইনজীবীরা বারবার বলেন, ‘স্টপ  জেনোসাইড।’  

গতকাল এ শুনানির মধ্য দিয়ে রোহিঙ্গা জেনোসাইডের অভিযোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো আদালতে কাঠগড়ায় দাঁড়াল মিয়ানমার।

মামলার বাদী গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবকর তামবাদোও আইসিজের বিচারকদের সামনে মিয়ানমারের রোহিঙ্গা জেনোসাইডের বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, ‘মিয়ানমারকে এসব কাণ্ডজ্ঞানহীন হত্যাযজ্ঞ, বর্বরতা বন্ধ করতে বলুন। মিয়ানমারের এসব হত্যাযজ্ঞ, বর্বরতা আমাদের সম্মিলিত বিবেককে স্তম্ভিত করছে। মিয়ানমারকে তার নিজেদের লোকদের (রোহিঙ্গাদের) ওপর জেনোসাইড বন্ধ (স্টপ জেনোসাইড) করতে বলুন।’

এর আগে গাম্বিয়ার মন্ত্রী বলেন, ‘বিশ্ববিবেককে জাগিয়ে তুলতে মিয়ানমারের রোহিঙ্গা জেনোসাইডের বিষয়টি আইসিজেতে তুলেছে গাম্বিয়া। ৭৫ বছর আগে বিশ্ব বলেছিল, আর কোনো জেনোসাইড নয়; কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করিনি।’

তিনি বলেন, রোহিঙ্গাদের মধ্যে আশার সঞ্চার করতে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকে গাম্বিয়া মামলা করেছে। শুধু রোহিঙ্গাদের রক্ষাই নয়, মিয়ানমারকে জেনোসাইড প্রতিরোধ সনদ মানতে বাধ্য করানোও তাঁর লক্ষ্য।

গাম্বিয়ার মন্ত্রী আইসিজের বিচারকদের বলেন, ‘রোহিঙ্গারাও মানুষ। তারা আপনার-আমার মতো কারো বাবা, মা, ভাই, বোন। শুধু জাতি ও ধর্মগত কারণে তাদের প্রতিনিয়ত ধ্বংস করছে মিয়ানমার।’

আইসিজেতে আজ বুধবার বিকেলে দ্বিতীয় দিনের শুনানিতে মিয়ানমার তার যুক্তি উপস্থাপন করবে। আগামীকাল বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে শুনানি শেষ হবে। এরপর কয়েক সপ্তাহের মধ্যে আদালতের রায় দেওয়ার সম্ভাবনা আছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু