মুসলিম নিধন করতেই আসামের এনআরসিঃ ইমরান খান

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জাতিগতভাবে মুসলিমদের নিধনের উদ্দেশ্যেই ভারত সরকার আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করেছে। 

ইমরান খান শনিবার সকালে আসামে প্রকাশ হওয়া এনআরসিতে ১৯ লাখ মানুষ বাদ পড়ার পর টুইটারে এই মন্তব্য করেছেন।

ইমরান খান টুইটারে লিখেছেন, মুসলিম নিধনের উদ্দেশ্যেই ভারত সরকার আসামের এই নাগরিকপঞ্জি প্রকাশ করেছে। মোদি সরকার যেভাবে মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করতে চাইছে এবং এর খবর ভারতসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেভাবে আসছে, তা গোটা বিশ্বের জন্য অশনিসংকেত।

এছাড়া ইমরান খানের বক্তব্য, যেভাবে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইভাবেই এবার নেওয়া হল এনআরসি-র সিদ্ধান্ত। একের পর এক জাতিগত বিদ্বেষমূলক সিদ্ধান্ত নিয়ে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের আসামে গতকাল নাগরিকপঞ্জি বা এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার পর এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় স্থান পায়নি ১৯ লাখেরও বেশি মানুষ। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু