“মুসলিম বিশ্বকে একজোটে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে”

ই-বার্তা ডেস্ক।।  ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন,মুসলিম বিশ্বকে একজোটে এ ষড়যন্ত্রে বিরুদ্ধে সর্বাত্মক আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, কিছু চিহ্নিত পশ্চিমা দেশের পক্ষ থেকে ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেয়ার যে চেষ্টা করছে তা রখতে হবে।

প্রেসিডেন্ট রুহানি শুক্রবার এক বার্তায় মুসল্লিদের ওপর ‘সন্ত্রাসী ও বর্ণবাদী’ হামলার তীব্র নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে এসব কথা বলেন।

নিউজিল্যান্ডের দুটি মসজিদে যে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে। দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের ঘটনাকে ‘বর্বরোচিত ও বেদনাদায়ক’ অভিহিত করে হাসান রুহানি বলেন, এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের পাশাপাশি ইরানি জনগণও বেদনাহত হয়েছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর বর্বরোচিত হামলায় কমপক্ষে ৪৯ মুসল্লি নিহত ও অপর ৪৮ জন আহত হন। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে এর নিন্দা জানিয়েছেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান