মেসির জাদুতে ২৬তম লা-লিগা শিরোপা জিতলো বার্সা

ই-বার্তা ডেস্ক।।  ম্যাচের মধ্যবিরতির আগ পর্যন্ত লেভান্তের জাল ভেদ করতে ব্যর্থ দেম্বেলে, সুয়ারেজ ও কুতিনহোদের আক্রমণ ভাগ।  বেঞ্চে বসে থাকা অধিনায়ক লিওনেল মেসি বিরতির পর মাঠে নেমে গোল করে দলকে ম্যাচ জেতানোর পাশাপাশি জিতিয়েছেন ২৬তম লা-লিগা শিরোপা।  বার্সার পক্ষে মেসি জিতলেন রেকর্ড ১০ টি লা-লিগা শিরোপা।    

চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে এ সপ্তাহেই শক্ত প্রতিপক্ষ লিভারপুলের মুখোমুখি হতে হবে বার্সেলোনাকে।  তাই প্রিয় শিষ্য মেসিকে বিশ্রামে রেখে লেভান্তের খেলা শুরু করেন কোচ আর্নেস্তো ভালভার্দে।  তারা ব্যর্থ হলে দ্বিতীয়ার্ধের শুরুতে কুতিনহোর বদলি হিসেবে মাঠে নেমে ৬২ মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন আর্জেন্টাইন মহাতারকা।  আলতো হেডে ভিদালের বাড়ানো বল প্রতিপক্ষের রক্ষণভাগের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে সহজেই বল জালে জড়ান মেসি।  এটি এবারের লিগে তার ৩৪তম গোল।   

বার্সেলোনার হয়ে লিগ শিরোপা জয়ে সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়িয়ে গেলেন মেসি।  এর আগে দুজনই নয়বার করে এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন।  লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ১২টি শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা পাকো গেন্তো। তিনি ১৯৫০ ও ১৯৬০ এর দশকে রিয়ালের হয়ে খেলেছেন। 

সবশেষ ১১টি লা লিগা শিরোপার আটটিই গেল বার্সেলোনার ঘরে।  এ মৌসুমের কোপা দেল রে শিরোপাও হাতের নাগালে দলটির।  এখন চ্যাম্পিয়নস লিগ জেতা হলেই প্রথম দল হিসেবে তৃতীয় ট্রেবল জয়ের রেকর্ড গড়বে স্প্যানিশ জায়ান্টরা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু