মোদির কাছে স্বপরিবারে আত্মহত্যার অনুমতি চেয়েছেন এক কৃষক

ই-বার্তা ডেস্ক।।  ভারতের উত্তর প্রদেশের এক কৃষক দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্বপরিবারে আত্মহত্যার অনুমতি চেয়েছেন। বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দেওয়ায় ওই কৃষক আত্মহত্যার অনুমতি চেয়েছেন।  

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের হাসিয়ান ব্লকে খাবার পানির সমস্যা দীর্ঘ দিনের। ওই ব্লকের বাসিন্দা কৃষক চন্দ্রপাল সিংহ খাবার পানির সংকট সহ্য করতে না পেরে তিন মেয়েকে নিয়ে আত্মহত্যার আর্জি জানিয়েছেন। 

স্থানীয় প্রশাসনিক দফতরে গিয়ে তিনি খাবার পানি সম্পর্কে অভিযোগ করে বলেন, ‘আমাদের এখানে খাবার পানির সংকট। আমার ছোট ছোট মেয়েরা খাওয়ার পানি পাচ্ছে না। প্রশাসনকে বলে কোনও কাজ হয়নি। পানি এত লবণাক্ত যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে আত্মহত্যার অনুমতি চাইছি। তিন মেয়েকে নিয়ে মরতে চাই।’

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটিতে খাবার পানির সংকট শুধু উত্তরপ্রদেশেই নয়। এই কৃষক্বের আগে আরও এক কৃষক মহারাষ্ট্রের দুই মন্ত্রীর সামনে আত্মহত্যার চেষ্টা করেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু