মোদি ক্ষমতায় আসলে দু’দেশের সমস্যার সমাধান হবেঃ ইমরান খান

ই-বার্তা ডেস্ক।।  নরেন্দ্রে মোদি ক্ষমতায় আসলে কাশ্মীর সমস্যা সহ ভারত পাকিস্তানের মধ্যেকার সব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি সরকারের জয় কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর সমস্যার সমধানে বিজেপি সরকারের ফের ক্ষমতায় আসা প্রয়োজন।  কংগ্রেস সরকার ফিরলে কাশ্মীর ইস্যু আরও স্পর্শকাতর হয়ে যেতে পারে।

কয়েকজন বিদেশি সাংবাদিকের সঙ্গে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কথা বলেন গিয়ে ইমরান খান বলেন, নরেন্দ্র মোদির সরকার ফের ক্ষমতায় আসলে দুই দেশের শান্তির পথ খুলবে।

একইসঙ্গে মোদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে তুলনা করে বলেন, ভারতে এই মুহূর্তে যেটা চলছে তা মেনে নেয়া যায় না।  ভারতে বসবাসকারী মুসলিমরা এতদিন পর্যন্ত সেখানে শান্তিতে বসবাস করত।  কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। 

ইমরান বলেন, ভারতে মুসলিম বিরোধী হাওয়া চলছে।  উগ্র হিন্দুত্ববাদ সমস্যা বিগড়ে দিচ্ছে।  এখন ভারতে বসবাসকারী মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছে।  একই রকম বিদ্বেষমূলক আবহাওয়া রয়েছে ইসরায়েলে। 

জঙ্গি দমন প্রসঙ্গে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে জঙ্গি-দমনের প্রক্রিয়া তার সরকার অব্যাহত রাখবে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু