মোদীকে বড়ভাই বললেন সৌদি যুবরাজ

ই-বার্তা ডেস্ক।।   সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একদিনের সফরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থানরত অবস্থায় বুধবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

এসময় দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন নিয়ে কথা বলার সময় মোদিকে বড় ভাই আর নিজেকে মোদির ছোট ভাই বলে অভিহিত করেন যুবরাজ বিন সালমান।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় দুই দেশের স্বার্থেই নয়াদিল্লি-রিয়াদ সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করে তা অব্যাহত রাখার গুরুত্বের কথা তুলে ধরেন সৌদি যুবরাজ। তিনি বলেন, ‘আমি নিশ্চিত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত ও সৌদি আরবের জন্য আমরা ভালো কিছু করতে পারবো।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে বলার সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রদ্ধা করি। তিনি হলেন আমার বড় ভাই, আর আমি তার ছোট ভাই।’ ভারতের জনগণকে নিজেদের বন্ধু বলেও অভিহিত করেন যুবরাজ।

ই-বার্তা/ মাহারুশ হাসান