রমরমা ব্যবসা চাঁদপুরে হাসান আলী স্কুল মাঠ দখল করে

ই-বার্তা ডেস্ক ।।  চাঁদপুর শহরের অন্যতম বিদ্যাপীঠ হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে চলছে রমরমা চটপটি ও ফুচকার ব্যবসা।

সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে এই ব্যবসা। এতে করে খেলার মাঠটি রুপান্তর হচ্ছে ছেলে মেয়েদের আড্ডাখানায়। বিকালে মাঠে খেলতে আসা যুবকদের ইভটিজিং এর শিকার হচ্ছে তরুনীরা। প্রশাসন থেকে কয়েক বার নিষেধাজ্ঞা করা হলেও নিয়ম নীতির কোন তোয়াক্কা করেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

জনকয়েক ব্যবসায়ীদের সাথে এ বিষয়ে আলাপ করলে তারা জানান, যে তারা স্বেচ্ছায় নিজেরাই এখানে অবস্থান করছে।

স্থানীয় লোকজন জানান, পবিত্র মসজিদের সামনে যু্বক-যুবতীর আড্ডা যেমন মসজিদের পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনী সরকারী খেলার মাঠ দখল করাতে খেলার মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে।

তাই স্থানীয় লোকজনের প্রাশাসনের নিকট একটাই দাবি এসব চটপটি, ফুচকার দোকান উচ্ছেদ করে মসজিদের পরিবেশ রক্ষা সহ সরকারী খেলার মাঠ দখল মুক্ত করতে হবে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া