রাখাইনে হেলিকপ্টার হামলায় ৩০ রোহিঙ্গা নিহত

ই-বার্তা ডেস্ক।।  মিয়ানমারে সামরিক বাহিনীর হেলিকপ্টার হামলায় প্রায় ৩০ জন রোহিঙ্গা বেসামরিক লোক নিহত হয়েছে।  গতকাল মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানানো হয়।   

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে এঘটনা ঘটেছে।  তবে ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, গত বৃহস্পতিবার রোহিঙ্গা মুসলিমদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়।

মিয়ানমারের সামরিক বাহিনী দাবি করেছে , হেলিকপ্টার আক্রমণে নিহতরা ওই অঞ্চলের সশস্ত্র বিদ্রোহীদের সহায়তা করছিল।  কিন্তু মিয়ানমার সামরিক বাহিনীর এমন বক্তব্য মানতে নারাজ জাতিসংঘের ওই মুখপাত্র।  এর আগে পাওয়া খবরে ওই ঘটনায় সাত জন নিহত হয়েছে বলে জানানো হয়।  

বিবিসির সংবাদদাতা নিক বিক জানিয়েছেন, তিন মাস আগে রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরু হবার পর এটাই মিয়ানমার সেনাবাহিনীর সবচেয়ে বড় হামলা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু