রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য আটক

ই-বার্তা ডেস্ক।।  রাজধানীতে র‌্যাব-৪ এর অভিযানে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করা হয়েছে।   

র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার রাত পৌনে ১০টার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চারজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো মো. মাসুম মিয়া ওরফে মাসুম (৩০), মো. আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান (১৯), মো. রাকিবুল হাসান ওরফে সিয়াম (১৮), মো. আব্দুল্লাহ আল রোমান ওরফে রোমান খান (২২)।

র‌্যাবের মিডিয়া কোঅর্ডিনেটর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, ‘আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে খিলক্ষেত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

গ্রেপ্তারকৃতদের কাছ হতে জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট ও মোবাইল উদ্ধার করেছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে। দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাই আনসার আল ইসলামের মূল উদ্দেশ্য। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু