রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হলেন মোদি

ই-বার্তা ডেস্ক।।  ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এ মাসে দু’টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী মোদি।

রাশিয়ার দূতাবাস থেকে টুইট করে জানানো হয়েছে, দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব, রাশিয়া এবং ভারতের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কাজে নরেন্দ্র মোদি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।  সেই কারণেই তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

রাশিয়ার পুরাতন ও ঐতিহ্যবাহী সম্মান ‘অর্ডার অব সেইন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল’।  সেইন্ট অ্যান্ড্রুর সম্মানে ১৬৯৮ সালে এই সম্মাননা চালু করা হয়।  রাশিয়ার ঐতিহ্য ও গৌরবকে তুলে ধরতে বিজ্ঞান, সংস্কৃতিসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এই সম্মাননা দেয় সরকার। 

দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এ মাসেই আরো একটি আন্তর্জাতিক সম্মান পান মোদি। সংযুক্ত আরব এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে তার ভূমিকার জন্য আমিরশাহির সর্বোচ্চ অসামরিক সম্মান ‘জায়েদ মেডেল’ পান মোদি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু