রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করে যাচ্ছে সরকারঃ ত্রাণ প্রতিমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন যে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার কাজ করে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সকালে আশুলিয়ার ফারুকনগর ইসমাইল বেপারী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই দেশের মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন।

সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রাজ্জাকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, ধামসোনা উইপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, ঢাকা জেলা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. উজ্জ্বল, সাভার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম