রোহিঙ্গা ক্যাম্পে চাকরির জন্য স্থানীয়দের বিক্ষোভ

ই-বার্তা ডেস্ক ।।    রোহিঙ্গা ক্যাম্পে সহায়তাকারী বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।  এর সাথে এনজিও কর্মীদের শতাধিক গাড়ি।রোহিঙ্গা ক্যাম্পে যেতে বাধা দেয়া হয়।

 কোটবাজার এলাকায় সোমবার (৪ মার্চ) সকালে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন সহস্রাধিক এলাকাবাসী।  এতে করে কক্সবাজার-টেকনাফ যান চলাচল বন্ধ হয়ে যায়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে স্থানীয়দের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।  এতে অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে উখিয়ার সহকারী ভূমি কমিশনার ফখরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়ান ও ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের চাকরির আশ্বাস দেন।  পরে সড়ক অবরোধ তুলে নেন তারা।  রোহিঙ্গা ক্যাম্পে সহায়তাকারী বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির দাবিতে গত দুই মাস ধরে এ আন্দোলন করে আসছেন স্থানীয়রা।

ই- বার্তা / শাহাদাৎ ছৈয়াল