রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় বাংলাদেশকে দুষছে মিয়ানমার

ই-বার্তা ডেস্ক।।  সব আয়োজনের পরেও ভেস্তে গেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার কার্যক্রম। এ ঘটনার পেছনে বাংলাদেশকেই দায়ী করেছে মিয়ানমার।  

মিয়ানমার এবারও প্রত্যাবাসন শুরু করতে না পারায় বাংলাদেশকেই দায়ী করেছে। অথচ রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরার জন্য যেসব দাবি জানিয়েছে সেগুলোর ব্যাপারে মিয়ানমার নিশ্চুপ।

ফেরার মতো পরিবেশ সৃষ্টি না করেই গত বৃহস্পতিবার প্রত্যাবাসন শুরু করার অপেক্ষায় ছিল মিয়ানমার। আর সম্ভাব্য প্রত্যাবাসন ব্যর্থ হওয়ার দায় এড়ানোর সর্বাত্মক চেষ্টা ছিল বাংলাদেশের। বৈশ্বিক চাপ কমানোর কৌশল হিসেবে ‘লোকদেখানো প্রত্যাবাসন’ নাটক মঞ্চস্থের জন্য সীমান্তে উপস্থিত ছিলেন মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উইন মিয়াত আয়েসহ অন্য কর্মকর্তারা।

আস্থার অভাবে একজন রোহিঙ্গাও সেদিন না ফেরায় প্রত্যাবাসন শুরু করার উদ্যোগ ভেস্তে যায়। রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের প্রশাসক নুয়ে তুন বলেন, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে কেন ফিরছে না তা তাঁরা জানেন না।

এদিকে রোহিঙ্গা সংকটে যৌথ সাড়াদান পরিকল্পনার আওতায় গত বছরের কার্যক্রম নিয়ে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘ প্রতিবেদনেও বলা হয়েছে, রোহিঙ্গাদের ফেরার মতো পরিবেশ এখনো মিয়ানমারে সৃষ্টি হয়নি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু