লোকমান ও সেলিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক

ই-বার্তা ডেস্ক।।  অবৈধ সম্পদ অর্জন ও ক্যাসিনোকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক ও বিসিবির পরিচালক লোকমান ভূঁইয়া এবং অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক।  

৪ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লোকমানের বিরুদ্ধে এবং ১২ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিম প্রধানের বিরুদ্ধে গতকাল রবিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়।  

দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদি হয়ে লোকমানের বিরুদ্ধে এ মামলা করেন। অভিযোগে বলা হয়, লোকমান মোহামেডান ক্লাবের ক্যাসিনোর জন্য ভাড়া বাবদ প্রতি মাসে ২১ লাখ টাকা আদায় করতেন। এ ছাড়া অনুসন্ধানে তার ৪ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এই সম্পদের বৈধ উৎস না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। 

দুদকের উপপরিচালক আনোয়ার প্রধান বাদী হয়ে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে অপর মামলাটি করেন। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু